মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

রোববার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মুহিউদ্দিন ইয়াসিন।

শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টায় প্রকাশিত এক বিবৃতিতে মুহিউদ্দিনের শপথ গ্রহণের তথ্য জানিয়েছে ইস্তানা নেগারা রাজপ্রসাদ।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দিন এক বিবৃতিতে জানান, দেশটির সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজা। জোহর রাজ্যের পাগোহ থেকে মুহিউদ্দিন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পাওয়ার পর তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সুলতান আহমদ শাহ।

 সূত্র- সিএনবিসি