Former Malaysian prime minister Najib Razak attends a press conference to announce his resignation as president of the United Malays National Organisation (UMNO), the main component party of the defeated Barisan Nasional (BN) coalition, in Kuala Lumpur on May 12, 2018. Malaysia's defeated leader Najib Razak on May 12 announced he was quitting as head of the Barisan Nasional coalition and its main party after leading the coalition to a shock loss. / AFP PHOTO / ROSLAN RAHMAN

 

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতির অভিযোগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার নাজিবকে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন গ্রেফতার করে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

গত ৯ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে পতন ঘটে রাজাকের।

এর পরই তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক কোটি ছয় লাখ ডলার অনুদান সরানোর অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়।

গত ২২ মে তাকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করে দুর্নীতিবিরোধী কমিশন।

মালয়েশিয়ার উন্নয়নে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড (ওয়ানএমডিবি) নামে তহবিলে শতকোটি ডলার অনুদান দেয়া হয়।

ওই অর্থলুটে নাজিব জড়িত বলে ২০১৫ সালে অভিযোগ ওঠে। তবে ওই সময় প্রধানমন্ত্রী থাকায় ওই অভিযোগকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন নাজিব। তবে নির্বাচনে হেরে ক্ষমতা হারানোর পর এ অভিযোগে গ্রেফতার হলেন তিনি।