সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে নেমেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের এই তৃতীয় ম্যাচটাই অধিনায়ক হিসেবে তার শেষ। এখানেও অনেক মাশরাফি ভক্তের মনে আছে ক্ষোভ। মাশরাফি হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন এমনই প্রত্যাশা ছিল অনেকের।
কিন্তু তাদের সেই পত্যাশা পূরণ হচ্ছে না। তবে সিলেটে ‘অধিনায়ক মাশরাফির অধ্যায়ের’ ইতি দেখতে আগের দুই ম্যাচের চেয়েও বেশি দর্শক মাঠে এসেছেন। শুক্রবার সিলেট স্টেডিয়াম দর্শকে পূর্ণ। তারা বাংলাদেশ দলকে উৎসাহ দিতে এসেছেন। মাশরাফিকে শুভ কামনা জানাতে এসেছেন। সাক্ষী হতে এসেছেন মাশরাফির অধিনায়ক হিসেবে শেষ ম্যাচকে। কে জানে এটাই মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয় কি-না!
মাশরাফির শেষটা স্মরণে রাখতে। মাশরাফিকে শুভ কামনা জানাতে একদল ভক্ত তাই বিশেষ রংয়ের জার্সি পরে মাঠে এসেছেন। তাদের বুকে লেখা ‘মাশরাফি তুমি দীর্ঘজীবী হও’। হাতে তাদের লাল-সবুজের পতাকা। মাশরাফি ২০০১ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে পান প্রথম ওয়ানডে নেতৃত্ব। সর্বশেষ ২০১৪ সালে দলের ওয়ানডে নেতৃত্বে আসেন তিনি। দেশকে নেতৃত্ব দিয়েছেন ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে। এছাড়া ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৬ টি-২০ বিশ্বকাপেও অধিনায়ক ছিলেন তিনি।