মাহাথিরের দাবি তিনিই সংখ্যাগরিষ্ঠ, ১১৪ এমপির তালিকা প্রকাশ

মালয়েশিয়ায় রাজনীতিতে চলছে নানান ঘটনা। ঘটনা যেন শেষ হয়েও আবার শেষ হয় না! শনিবার দুপুরে মাহাথির সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন ইয়াসিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজা ঘোষণা দিয়েছেন এবং রবিবার সকাল সাড়ে দশটায় শপথ নিচ্ছেন মর্মে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ড. মাহাথির দাবি করলেন তিনিই সংখ্যাগরিষ্ঠ। মাহাথির সংসদের ২২২ এমপির মধ্যে ১১৪ জনের একটি তালিকাও প্রকাশ করেছেন ফেসবুক পেজ ও টুইটারে। 

শনিবার এক বিবৃতিতে ডা. মাহাথির বলেছেন, তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন ভুল করে ঘোষণা করেছিলেন যে তাঁর পিছনে ১১৪ জন সংসদ সদস্য রয়েছেন, যখন তাদের মধ্যে ছয় জন প্রকৃতপক্ষে ডা. মাহাথিরের সমর্থক।

বিডি প্রতিদিন/এ মজুমদার