দর্পণ ডেস্ক :  রক্ষকই হয়ে উঠল ভক্ষক। গণধর্ষণে জড়িয়ে খোদ পুলিসকর্মী। তারমধ্যে মূল অভিযুক্ত একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর পদমর্যাদার একজন অফিসার। গণধর্ষণের ঘটনায় তদন্তে নেমে মাথা হেঁট হয়ে গেছে পুলিসেরই। জানা গিয়েছে, গত মাসে গণধর্ষণের ঘটনাটি ঘটে। বাড়িতে ঢুকে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে ১৮ জন। নির্যাতনের পরই মেয়েকে নিয়ে পুলিসের দ্বারস্থ হন মা। ঘটনার তদন্তে নেমে উঠে আসে একের পর এক নাম। দেখা যায়, অভিযুক্ত ১৮ জনের মধ্যে ৭ জনই পুলিসকর্মী। মূল অভিযুক্ত একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফিসার ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল, হেড কনস্টেবল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সকল অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিস।

বাকি অভিযুক্তদের মধ্যে রয়েছেন গ্রামের প্রাক্তন মোড়ল ও অন্যান্যরা। অভিযোগ, ঘটনার সময় তাঁরা সবাই দরজায় দাঁড়িয়ে ‘মজা’ দেখছিল! এমনকি আরও নির্যাতন করার জন্য ‘উত্সাহ’ও দিচ্ছিল! এই ঘটনার তদন্তে নেমে সিট গঠন করেছে হরিয়ানা পুলিস। সিটের নেতৃত্বে রয়েছেন একজন ডিএসপি পদমর্যাদার অফিসার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।