বলিউডে বিশেষ প্রভাব ফেলেছে #মিটু মুভমেন্ট। ২০১৭ সাল থেকে বিটাউনে জায়গা করে নেয় মিটু। কাজ করতে গিয়ে যৌন হেনস্থার বিভিন্ন ঘটনা সামনে আসতে থাকে। বহু জনপ্রিয় তারকারও নাম জড়িয়ে পড়ে। স্বল্পদৈর্ঘ্য ছবি দেবী-র প্রচারে #মিটু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কাজল ও শ্রুতি হাসান। #মিটু নিয়ে এদিন দু’জনেই বিশেষ বার্তা দিয়েছেন।
কাজল বলেন, যে কোনও পুরুষকেই জিজ্ঞাসা করতে পারেন মিটু যথেষ্ট প্রভাব ফেলেছে কি না। বহু নামী মানুষ এর সঙ্গে জড়িয়েছেন। আমার মনে হয়, ভালো খারাপ যে কোনও পুরুষই এখন ভেবে দেখেন এবং এটা দরকার। প্রতিদিনের কথাবার্তার সময়ই মানুষ অনেক ভেবেচিন্তে কাজ করছেন। সেটা ছবির সেটেই হোক বা অফিসের মধ্যে।
বিডি-প্রতিদিন/শফিক