আওয়ামী লীগের লোগো (ছবি: সংগৃহীত)

বৃহস্পতিবার সকাল ১১টায় দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসব সভায় মুজিববর্ষের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নির্দেশ দেয়া হবে।

এর আগে মঙ্গলবার দলের সহযোগী সংগঠনের নেতারাসহ ঢাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।