বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্‌ফার চৌধুরীকে আহ্বায়ক করে যুক্তরাজ্যে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কমিউনিটি, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি-গোষ্ঠীর সমন্বয়ে গঠিত কমিটির পক্ষ থেকে বছরব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ‘পেট্রন’ ঘোষণা করে মুক্তিযুদ্ধের প্রবীণ প্রবাসী সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফকে কার্যকরী আহ্বায়ক ও  সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবগঠিত মুজিব শতবর্ষ উদযাপন নাগরিক কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় বছরব্যাপী কর্মসূচি। কমিটির কার্যকরী আহ্বায়ক সুলতান শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণা পাঠ করেন নাগরিক উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব শাহ শামীম আহমেদ। লিখিত ঘোষণায় তিনি বছরব্যাপী কর্মসূচির বিস্তারিত তথ্যও প্রদান করেন।

লিখিত ঘোষণায় বলা হয়, বাংলাদেশ সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে, যা জাতি হিসেবে আমাদেরকে মহিমান্বিত ও সম্মানিত করেছে। এই ঐতিহাসিক বর্ষটিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১৯৫টি দেশে শ্রদ্ধা ও ভালোবাসায় বাঙালি জাতির জনককে স্মরণ করা হবে। ইতোমধ্যে গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা মুজিববর্ষের লোগো উন্মোচনের মাধ্যমে মুজিববর্ষের ক্ষণ গণনার শুভ সূচনা করেছেন।

ঘোষণায় আরও বলা হয়, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলা ও বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে বিলেত প্রবাসী বাঙালিরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এই পরিবারের সঙ্গে রয়েছে বিলেত প্রবাসীদের আত্মার সম্পর্ক। আমরা সবাই বাংলাদেশ নামক একটা পরিবারের সন্তান। তাই আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে কোনোভাবে পিছিয়ে থাকতে পারি না। আমরা বিলেত প্রবাসীরাও মুক্তিযুদ্ধের পক্ষের সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে মুজিববর্ষ উদযাপনের মহাযজ্ঞের গর্বিত অংশিদার হতে চাই।

নবগঠিত নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের নামও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। বছরব্যাপী কর্মসূচির বিস্তারিত তথ্য দিয়ে ঘোষণায় জানানো হয়, ব্রিটিশ পার্লামেন্ট ও অক্সফোর্ড ইউনিভার্সিটিসহ বিলেতের বিভিন্ন শহরে হবে মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। পার্লামেন্ট ও অক্সফোর্ড ইউনিভার্সিটির অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীসহ ব্রিটিশ রাজনীতিক এবং এমপিরা উপস্থিত থাকবেন।