দর্পণ ডেস্ক :   রোববার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে তা পাশের ডাল ও কাঠের গুদামে ছড়িয়ে পড়ে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানা, ডাল ও একটি কাঠের গুদাম ভস্মীভূত হয়েছে।

এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, প্লাস্টিক কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।