সড়ক দুর্ঘটনা

নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি, তবে আহতদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতন ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ঢাকাগামী তাজ আনন্দ পরিবহনের সাথে মাওয়াগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত ছয়জনের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রেরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

আব্দুল মোমেন বলেন, নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। আহতদের ঢাকা পাঠানো হয়েছে।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস বলেন, “আটজন পুরুষ যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। পথিমধ্যে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আনন্দ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান চালকসহ দুইজন।”

আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে ও চারজনকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বাসের কোন ক্ষয়ক্ষতি হয়নি। মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি।