অনলাইন ডেস্ক :

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে মৃত ঘোষিত এক নবজাতককে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নেওয়া হলে সেখানে গোসলের সময় কেঁদে ওঠে শিশুটি।

কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম বলেন, সোমবার সকাল সকাল ১০টার দিকে শরিফুল নামে এক ব্যক্তি মৃত নবজাতককে দাফন করতে আজিমপুর পুরাতন কবরস্থানে নিয়ে যান। দাফন করার আগে শিশুটিকে গোসল করানোর জন্য গোসলের ঘরে নেওয়া হয়। গোসলের ঘরে শিশুটির গায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে ওঠে এবং কান্না করে।

এরপর শিশুটিকে আজিমপুর মেটারনিটিতে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে নবজাতকটিকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে, সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে এই মেয়ে নবজাতককে মৃত ঘোষণা করা হয়। কবরস্থানের নিবন্ধন খাতায় শিশুটির নাম রাখা হয়েছিল মীম।