দর্পণ ডেস্ক :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের খেলা দেখছেন গ্যালারিতে বসে বেশ কিছু দর্শক। তারা হয়তো ভেবেছিলেন ছুটির দিনে মেয়েরা প্রতিপক্ষের জালে ৮-১০টা গোল দেবে। তবে দর্শকদের হতাশ করেনি মেয়েরা। প্রধমার্ধের শেষ বাঁশির আগে গোল করে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় মেয়েরা। আর মাঠ ছাড়ে ৭-০ ব্যবধানের জয় নিয়ে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার সাড়ে ৩টায় মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। সর্বশেষ দু’বারই মধ্যপ্রাচ্যের দেশটিকে হারিয়েছেন মারিয়া মান্ডা-তহুরা খাতুনরা। সেই প্রত্যয়ে এবারও মাঠে নামে তারা।
এখনও পর্যন্ত সেরা ছন্দে আছে বাংলাদেশের মেয়েরা। বাহরাইনকে ১০ গোলে বিধ্বস্ত করেছে নিজেদের প্রথম ম্যাচে। এরপর লেবাননকেও উড়িয়ে দিয়েছে ৮ গোলে। কাঠফাটা রোদ কিংবা ভ্যাপসা গরমেও যেন তারা থামার না। শুরুর দুই ম্যাচের ধারা ধরে রাখতে চান মেয়েদের কোচ ছোটন। ভাবনায় শুধুই জয় বলে জানান তিনি।
এএফসি চ্যাম্পিয়নশিপের গত আসরের বাছাইপর্বে ঢাকায় এই আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কৃষ্ণা, আনুচিং, তহুরা সেবার গোল করেছিলেন। এবার কাজটা কঠিন করতে পারেনি তারা। সাত গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। তিন ম্যাচে মেয়েরা ২৫ গোল করেছে। এখন পর্যন্ত গোল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের চেয়ে এক গোলে পিছিয়ে আছে ভিয়েতনাম। বাংলাদেশ ৭-০ জয় নিয়ে মাঠ ছাড়ে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.