দর্পণ ডেস্ক : ‘কুইন অব পপ’ ম্যাডোনার বায়োপিক হলিউডের অন্যান্য শীর্ষস্থানীয় শিল্পীদের মতোই এবার তৈরি হতে চলেছে। বিভিন্ন সূত্রমতে, ম্যাডোনার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী জুলিয়া গার্নার। তবে এই খবরের পাশাপাশি যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো ম্যাডোনার বায়োপিকে যারা কাজ করছেন তারা সবাই নারী। কিন্তু এর কারণ কী?
বিনোদন জগতে চলা যৌনতার বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিলেন ম্যাডোনা। এ কারণে নিজের বায়োপিকে কোনো পুরুষের সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দেন। তার ভাষ্য, বেশিরভাগ পুরুষই ‘মিসোজিনিস্ট’ বা নারীবিদ্বেষী। ফলে নিজের বায়োপিকে তিনি পুরুষের সঙ্গে কাজ করতে চান না।
কুইন অব পপ বলেন, ‘আমার বায়োপিক নির্মাণের কথা অনেক আগে থেকেই চলছে। অনেকেই আমাকে নিয়ে সিনেমা বানাতে চেয়েছেন। আর তাদের মধ্যে বেশিরভাগই নারীবিদ্বেষী।’ গত অক্টোবরে জিমি ফ্যালন শো’তে এসে বায়োপিক নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন ম্যাডোনা। সে সময় তিনি আরও বলেন, ‘আমি ঠিক করলাম আমার গল্প আর কেউ বলবে না। আমি নিজেই আমার গল্প বলবো।’
জানা গেছে, ম্যাডোনার বায়োপিকের জন্য ২০১৬ সালে লেখা ‘ব্লন্ড অ্যাম্বিশন’ নামের স্ক্রিপ্টটি এখনও অর্থায়নের মুখ দেখেনি। এরপরেও কুইন অব পপের বায়োপিক তৈরির খবরে ভক্তদের প্রত্যাশার পারদ তুঙ্গে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.