অনলাইন ডেস্ক : অবশেষে কোটা নিয়ে জটিলতার অবসান ঘটতে চলছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সামনে কোটার কমিটির কাজের অগ্রগতি তুলে ধরেন। কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান।
মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের সুপারিশ করবে কোটা পর্যালোচনা গঠিত কমিটি। এ ব্যাপারে ‘যতটা সম্ভব’ কোটাকে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। অপরদিকে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিদ্যমান ৩০ শতাংশ কোটার বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে ‘মতামত’ চাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, কমিটির প্রাথমিক সুপারিশ হলো কোটা অলমোস্ট উঠিয়ে দেওয়া, মেধাকে প্রাধান্য দেওয়া। তবে সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে, মুক্তিযোদ্ধা কোটা প্রতিপালন করতে হবে। সংরক্ষণ করতে হবে। যদি পদ খালি থাকে, তবে তা খালি রাখতে হবে।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.