বুধবার এক ঘোষণায় এ খবর জানান তিনি। তবে এই চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে শর্ত আরোপ করে তিনি বলেন, আফগানিস্তানে অস্থিরতা কমাতে তালেবানের সঙ্গে হওয়া একটি যুদ্ধ বিরতি চুক্তি কাজ করছে এখন। যুক্তরাষ্ট্র তখনই আফগানিস্তান থেকে মার্কিন সেনা তুলে নেয়ার ঐতিহাসিক এই চুক্তিতে স্বাক্ষর করবে যখন এই বিরতি শনিবার পর্যন্ত পালণ করা হবে এবং সফল বলে বিবেচিত হবে।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও তালেবান আগামী ২৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে একটি চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছিলেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
এরপর এক ঘোষণায় এই চুক্তি স্বাক্ষরের আগে ৭ দিনের জন্য সকল ধরনের সহিংসতা বন্ধ রাখার নির্দেশ দেয় আফগান সরকার।
পরবর্তীতে এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন,‘দীর্ঘ কয়েক দশকের সংঘাত বন্ধে আমরা তালেবানদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছি। এটি শান্তি স্থাপনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি আফগান্তিানের সকল পক্ষেকে শান্তির সুযোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষর হলে অবসান হবে ১৭ বছর দীর্ঘ আফগান যুদ্ধের।
সূত্র: এবিসি নিউজ