অনলাইন ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উদ্যানের লালন চত্বরের পাশের একটি গাছের ডালে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় ঝূলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের লালন চত্বরের পাশের একটি গাছের ডালে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
তিনি জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।