অনলাইন ডেস্ক : ২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে যুব বান্ধব ও গণমুখী হিসেবে অভিহিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এমন বাজেট উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ যুবলীগের তাৎক্ষণিক সমাবেশে তিনি এমন মনোভাব ব্যাক্ত করেন। এর আগে জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্রাটের নেতৃত্বে একটি আনন্দ করেন যুবলীগের নেতাকর্মীরা।

মিছিলটি রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে নূর হোসেন চত্বর, পল্টন মোড়, বিজয় নগর মোড় হয়ে কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজ উন্নয়নের মহাসড়কে। এই বাজেট প্রমাণ করে, দেশ আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ হচ্ছে। আগামী দিনে দেশ উন্নয়নের আরও অনেক মহাসড়ক পাড়ি দেবে।