দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রঙ্গাবালী) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ তার নিজ নির্বাচনী এলাকার অস¦চ্ছল, হতদরিদ্র ৩ হাজার ২’শ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নতুন জামা, পাঞ্জাবি, শাড়ী, লুঙ্গি বিতরন করেছেন। ঈদ উপহার বিতরন উপলক্ষ্যে শুক্রবার সকালে কলাপাড়া উপজেলা যুবলীগের আয়োজনে স্থানীয় আওয়ামলীগ অফিসে বিতরন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে সুখী, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মুরসালিন আহম্মেদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুন:রায় শেখ হাসিনাকে ক্ষমতায় এনে গনতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাহবুবুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন সর্দার, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক জাহিদ রিপন, মহিপুর থানা যুবলীগের আহবায়ক এএম মিজানুর রহমান বুলেট প্রমূখ।