দর্পণ ডেস্ক :

ভ্যানিটি ভ্যানের জন্য বিখ্যাত বলিউড তারকারা। বলিউড পারায় অনেকটা প্রতিযোগিতা করেই যেন ভ্যান কেনেন নায়ক-নায়িকারা। তাদের একেকজনের ভ্যান যেন একেকটি বিলাশবহুল হোটেল। তার মধ্যে বলিউড বাদশা শাহরুখ খানের ভ্যানিটি ভ্যান অন্যতম। এর দাম কত জানেন? চার কোটি রুপিতে শাহরুখ কিনেছেন এ শখের ভ্যানটি।সূত্র: আনন্দবাজার

শাহরুখের ১৪ মিটার লম্বা বি৯আর ভলভোটিতে জায়গা রয়েছে ২৮০ বর্গফুট। তবে হাইড্রলিকসের ম্যাজিকে একে আরও বাড়িয়ে ৩৬০ বর্গফুট করার বন্দোবস্তও রয়েছে।

শাহরুখের বিশাল এ সাজঘরে পাবেন বেডরুম, মিটিং রুম, বাথরুম, মেকআপ-কাম-চেঞ্জিং রুম। এলইডি লাইটস দিয়ে সাজানো কাচের মেঝে। কাঠের ছাদ, রয়েছে ৪-কে স্যাটেলাইট টেলিভিশন, দুর্দান্ত সাউন্ড সিস্টেম, টাচ-কন্ট্রোল লাইটিং সিস্টেম।

আরাম করে বসে আড্ডা দেয়ার জন্য রয়েছে বিশাল লাউঞ্জ। এখানে বসে খাওয়াদাওয়াও করা যাবে। অবসরে বন্ধুদের নিয়ে এখানেই আড্ডায় মেতে ওঠেন কিং খান। তাইত কিং খানের এ চলন্ত সাজঘরটিতে একটু ঢু মেরে আসতে চান অনেক বলিসেলেবরাও। সবক’টি রুমেই রয়েছে ওয়াই-ফাইয়ের সুবিধা।

ভারতীয় অটোমোবাইল ডিজাইনার দিলীপ ছাবাড়িয়াশাহরুখের এ বিলাশবহুল ভ্যানটি নতুন করে সাজিয়েছেন। গাড়ির প্রতি শাহরুখ খানের যে একটা ভিন্ন নেশা রয়েছে তা তার ভ্যানিটি ভ্যান সিলেকশনেও বোঝা যায়।