অনলাইন ডেস্ক : ভিত্তিহীন অভিযোগে যৌতুকের মামলা করলে জেল-জরিমানার বিধান রেখে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে যৌতুক নিরোধ আইন ২০১৮-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা হবে। আর যৌতুকের সাজা আগের মতোই ৫ বছরের কারাদণ্ড বহাল রয়েছে। তবে জরিমানার পরিমাণ নতুন করে নির্ধারণ হয়েছে।

এছাড়া যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এক্ষেত্রে এতোদিন জেল-জরিমানার বিধান ছিল না।

সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বিষয়ে কমিটি গঠনের পর যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করা হবে।