২৪ মার্চ ভারতে মুক্তি পাচ্ছে রোহিত শেঠি পরিচালিত ছবি সূর্যবংশী। সোমবার ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসে। ‘সূর্যবংশী’র ট্রেলার লঞ্চে ৪০ মিনিট দেরি করে পৌঁছলেন রণবীর সিং। আর সেই কারণেই রণবীরকে শুনতে হল অক্ষয়ের বকুনি। মিডিয়ার সামনেই রণবীর সিংকে কান ধরে ওঠ বস করালেন অক্ষয় কুমার।

সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ভিডিও। শুধু তাই নয় রণবীরকে দেখা গেল অক্ষয়ের সামনে নতজানু হয়ে ক্ষমা চাইতেও। তবে সবটা ঘটেছে মজার ছলে। ভিডিওতে অক্ষয়কে বলতে শোনা গেল, ‘এই প্রথম কোনও জুনিয়ার অ্যাক্টরকে দেখলাম যে চার জন সিনিয়র অ্যাক্টরকে ৪০ মিনিট অপেক্ষা করাল।’

রণবীর অবশ্য তার দেরীতে আসার জন্য দায়ী করলেন স্ত্রী দীপিকা পাড়ুকোনকে। তিনি বললেন তার বউ শহরে থাকেন তাই আসতে দেরী হল। কেন এমন বললেন রণবীর? বোঝা গেল না! বুঝিয়ে দিলেন দীপিকা। রণবীরের এই মন্তব্যে মোটেই সন্মতি জানাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় রণবীরের এই উক্তির পাল্টা জবাবে দীপিকা লেখেন ‘বিবি টাউন মে রহেতি হ্যায়, পর টাইম পে পহচতি হ্যায়।’

সোমবার মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সূর্যবংশী’র ট্রেলার। সেই ট্রেলার ইতিমধ্যেই ব্যপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। সিনেমায় অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং রণবীর সিংয়ের পাশাপাশি রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাকে দেখা যাবে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে। খবর : আনন্দবাজার পত্রিকা