অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ভুল চিকিৎসায় আড়াই বছর বয়সী শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতারা। সমকালের চট্টগ্রাম ব্যুরোর সাংবাদিক রুবেল খানের মেয়ে রাইফার মৃত্যুর জন্য দায়ী ম্যাক্স হসপাতাল বন্ধের দাবিও জানিয়েছেন তারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে বিতর্কিত করতে কিছু অসাধু চিকিৎসক ও নেতা উঠেপড়ে লেগেছেন। তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করে এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
মনজুরুল আহসান বুলবুল বলেন, সরকারি অনুমোদন না থাকা সত্ত্বেও চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল দীর্ঘ দিন ধরে অবৈধভাবে চিকিৎসার নামে বাণিজ্য করে আসছে। স্বাস্থ্য অধিদপ্তরসহ তিন সংস্থার তদন্ত প্রতিবেদনে অবৈধ বলে চিহ্নিত হাসপাতালটি বন্ধ হয়নি।
রাফিদা খান রাইফা
ভুল চিকিৎসায় রাইফার মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে বুলবুল বলেন, এ হত্যাকাণ্ডের বিচার ও দায়ী চিকিৎসকের শাস্তি না হলে এমন ঘটনা বাড়তেই থাকবে।
বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, ম্যাক্স হাসপাতালে রাইফার মৃত্যুর ঘটনায় দায়ী চিকিৎসককে গ্রেপ্তারের পর বিএমএর কথিত নেতা যে হুমকি-ধামকি দিয়েছেন, তা অমানবিক। বিএমএ সাংবাদিকদের শত্রু হতে পারে না বলে মন্তব্য করে অবিলম্বে ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবি জানান তিনি।
ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য বলেন, রাইফা হত্যার বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ মাঠ ছাড়বে না।
ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দীপ আজাদ প্রমুখ।
পটিয়ায় মানববন্ধন: রাইফার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার ও চিকিৎসা ব্যবস্থায় অরাজকতা বন্ধের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পটিয়ায় কর্মরত সংবাদকর্মীদের ব্যানারে সদরের পোস্ট অফিস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী।
সমকালের পটিয়া প্রতিনিধি আহমদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর কাউন্সিলর আবদুল খালেক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দে, পৌর যুবদল নেতা ইদ্রিত পানু, সুহৃদ সমাবেশের নয়ন শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের বিশ্বজিৎ দাশ, প্রণব দাশসহ স্থানীয় সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা।