মোটরসাইকেল দুর্ঘটনা (ফাইল ছবি)

বুধবার রাত পৌনে ১০টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী পথচারী আবুল কাশেম জানান, ব্যক্তির আইডি কার্ড থেকে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়। তিনি গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।