দর্পণ ডেস্ক :
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে লেগুনা (হিউম্যান হলার) চলতে দেয়া হবে না।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এই লেগুনা। এগুলোর কারণে সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি হয়। তাই রাজধানীতে লেগুনা চলতে দেয়া হবে না।
আছাদুজ্জামান মিয়া বলেন, লেগুনার কোনো রুট পারমিট নেই। এগুলো অবৈধভাবে চলে।
তবে রাজধানীর উপকণ্ঠ যেমন- কুড়িল ৩০০ ফুট সড়ক ও বসিলার মতো এলাকায় লেগুনা চালানো যাবে বলেও জানান তিনি।
এছাড়া রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ১২১টি বাস স্টপেজ নির্ধারণ করা হয়েছে। এসব স্টপেজ ছাড়া কোথাও বাস না থামানোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.