ঢাকা মহানগর কমিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ২জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মিরপুর তিন শ’ ফিটে কাফরুল থানা ও শাহ আলী থানার নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাদের বৈঠকে এ ঘটনা ঘটে।
আগামী বুধবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে সফল করার পাশাপাশি থানা কমিটিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে কমিটি গঠন নিয়ে অনিয়ম আর বানিজ্যের অভিযোগ তুলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে এক পক্ষের লাঠির আঘাতে শাহ আলী থানা যুবদলের সভাপতি মেরাজের মাথা ফেটে যায়। এছাড়া আরও একজন গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শওকত মিল্টন জানান, এটা একটা অনাকাঙ্খিত ঘটনা। কর্মসূচি নির্ধারণ করতেই তারা বৈঠকের আয়োজন করেছিলেন।