দর্পণ ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে ১৫১ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় ১ আগস্ট ২০২২ খ্রিঃ র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন নারিন্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৫১ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শাহজাহান @ মোঃ হাবিব (৬০) বলে জানা যায়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ গেন্ডারিয়াসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.