বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বস্তিতে লাগা আগুনে এমন চিত্র দেখা যায় বস্তির চারপাশের রাস্তাজুড়ে।
অন্যদিকে উৎসুক জনতার ভিড়ে শেষ সম্বলটুকুও উদ্ধার করতে হিমশিম খাচ্ছে বস্তিবাসী। সর্বস্ব হারিয়ে দিশেহারা তারা। অগ্নিকাণ্ডে এক কাপড়ে বের হয়ে আসা মানুষগুলোকে আশ্রয় নিতে দেখা গেছে খোলা মাঠে ও রাস্তার পাশে।
চা দোকানে রুটি কলা খেতে আসা আক্কাস ও জহির বলেন, সকালে গার্মেন্টে কারখানায় এসেছিলাম। পরে একজন ফোন করে বলেন বস্তিতে আগুন লেগেছে। ছুটে এসেছি মুহূর্তে। তীব্র আগুনে ঘরের কোনো মালামাল বের করতে পারিনি।
ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা জানায়, দৈনিক কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম। সেটাও পুড়ে গেছে। কাছে টাকা নেই। কি করবো? ক্ষুধা লেগেছে। কলা-রুটি খাচ্ছি, পরিবারের জন্যও কিনে নিয়ে যাচ্ছি।