অনলাইন ডেস্ক :
সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যকাডেমি (আইআইএফএ-আইফা) পুরস্কার প্রদান অনুষ্ঠান। তবে অন্যান্যবারের চেয়ে এবারের আইফা ছিল বেশি আকর্ষণীয় ও অন্যরকম।
এর অন্যতম কারণ রেখা। কারণ এ বছর আইফার মূল আকর্ষণ ছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর পর মঞ্চে ফিরলেন, নাচলেন ও জয় করলেন। এদিন রেখার গ্ল্যামারের দ্যুতিতে ম্লান হয়ে গেলো অন্যসব ঔজ্জ্বল্য।
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘রেখা’ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক শাশ্বত সৌন্দর্য। এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রীকে একবার মঞ্চে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। অবশেষে ফিরল সেই রাত।
৬৩ বছর বয়সেও সেই আগের মতোই মুগ্ধ করলেন রেখা। ‘সালাম-ই-ইশক’, ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ গানে রেখার নাচ দর্শকদের নিয়ে গেলো ‘মুঘল-ই-আজম’-এর দুনিয়ায়।
এদিন রেখা ছাড়াও আইফার মঞ্চে পারফর্ম করেছেন বরুণ ধাওয়ান, ববি দেওয়াল, কার্তিক আরিয়ান, লুলিয়া ভানতুর, অর্জুন কাপুর, রণবীর কাপুর, অনিল কাপুর, কৃতি শ্যানন, আয়ুষ্মান খুরানাসহ অনেকে। সূত্র: জিনিউজ