অনলাইন ডেস্ক : টানা ৯ বছর একই ক্লাবে কাটিয়ে দিয়ে একটু চেঞ্জ দরকার হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তাই তিনি এখন আর রিয়ালের নন, ১১ কোটি ২০ লাখ ইউরোর ট্রান্সফারে জুভেন্তাসের হয়ে গেছেন। তার আগমনে রীতিমতো উৎসবে মেতেছে ইতালি। এই সাড়া জাগানো ট্রান্সফারে সম্মত হয়ে রিয়াল মাদ্রিদ ‘ঐতিহাসিক ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক সভাপতি রামন কালডেরন।
তিনি বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে, তারা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন খেলোয়াড়কে বিক্রি করে দিয়েছে। ১০ কোটি ইউরো হোক আর ১০০ কোটি ইউরোই হোক ক্রিশ্চিয়ানোকে বিক্রি করাটা ভালো খবর নয়। আমরা তার বাই আউট ক্লজ রেখেছিলাম ১০০ কোটি ইউরো, যাতে ভবিষ্যতে তাকে কেউ কিনতে না পারে। একই সঙ্গে এটা দেখানো যে, ঐ সময়টায় তার মতো আর কোনো খেলোয়াড় ছিল না। এটা ঐতিহাসিক একটা ভুল।’
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসেন রোনালদো। ক্লাবটির হয়ে ৯ বছরে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। যা রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ। জিতেছেন টানা তিনটিসহ মোট ৪টি চ্যাম্পিয়নস লিগ। এছাড়াও দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এই ক্লাবে খেলার সময়েই নিজের পাঁচ ব্যালন ডি’অর এর চারটিই জিতেছেন।