টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৮

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন এবং বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতদের নাম ও ঠিকানা শনাক্ত করা হয়নি।

র‌্যাব-১৫ এর দাবি, রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে জকির আহমেদের নেতৃত্বে ডাকাত দল অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে রবিবার রাতে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। রবিবার দিবাগত রাত দুইটা থেকে সোমবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৩টি বিদেশি পিস্তল, ৭টি ওয়ান শুটারগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরে টেকনাফের জাদিমোড়া খাল সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির কমান্ডার লে. কর্নেল মো. ফয়সল হাসান খান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন