লালপুর (নাটোর) প্রতিনিধি : সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোরের লালপুর উপজেলা শাখার উদ্যােগে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ১০ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় র‌্যালিটি লালপুর বাজার, হল মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহীনিতে সমাপ্তি শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কমিশন লালপুর উপজেলা শাখার সভাপতি প্রভাষক মোঃ সাহীন ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ প্রভাষক মোঃ মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবদুল মোতালেব রায়হান, আশরাফুল ইসলাম বাবলু, এনামুল হক, রোকনুজ্জামান রুবেল, সাধারন সম্পাদক সালাউদ্দিন , তারিকুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শিমুল আলী, নির্বাহী সদস্য ফজলুর রহমান, শোভন আমিন, মোস্তাফিজুর রহমান, সজিব সরকার শাওন, রাসেদুল ইসলাম, রানা হোসেন, শরীফ হোসেন, মনিরুজ্জামান মনি, আব্দুল হান্নান, মেহেরাবুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরন করা হয় ও সকল নির্যাতিত মানুষের জন্য দোয়া করা হয়।