অনলাইন ডেস্ক :
প্রথমার্ধ গোল শুন্য সমতায় শেষ হয়েছিল বেলজিয়াম-পানামার ম্যাচটি। কিন্তু দ্বিতীয়ার্ধে আর বেলজিয়ামকে থামাতে পারলো না নতুন বিশ্বকাপ খেলতে আসে পানামা। খেয়ে গেলো তিন গোল। তাতে দারুণ অবদান বেলজিয়ামের ম্যানইউ স্ট্রাইকার রোমেলু লুকাকুর। ম্যাচের ৬৯ এবং ৭৫ মিনিটে দুই গোল করেন তিনি। এছাড়া দ্বিতীয়ার্ধের শুরুতে মার্টেসের গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে রাশিয়া বিশ্বকাপের ডার্ক হর্স খ্যাত বেলজিয়াম।
প্রথমার্ধে নয়টি আক্রমণ করেছে রেড ডেভিলসরা। তার মধ্যে তিনিটি ছিল গোল হওয়ার মতো। কিন্তু লুকাকু-হ্যাজার্ডদের শটগুলো গোলরক্ষক ফিরিয়ে দেন। ম্যাচের প্রথম মিনিটেই সুযোগ তৈরি করেন ডি ব্রুইনি। এরপর ছয় মিনিটে সুযোগ আসে মিউনিলের। ১২ মিনিটে হ্যাজাডের জোরালো শট গোল জালের বাইরে লাগে। ১৮ মিনিটে একই রকম শট নেন মিউনিলে। এরপর ২১ মিনিটে দারুণ শটটি মিস করেন সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ডি ব্রুইনি।
বেলজিয়াম ২৬ মিনিটে পানামার বক্সে ঢুকে যায়। কিন্তু দলকে হতাশ করেন হ্যাজার্ড। চেলসি তারকা ৩৮ এবং ৪১ মিনিটে আবার আক্রমণ করে। কিন্তু দারুণ দক্ষতায় তার বল ঠেকান পানামা গোলরক্ষক পেজেডো। ৪২ মিনিটে পানামা প্রথম আক্রমণ করে। তবে এগিয়ে যেতে পারেনি তারা। এরপর বেলজিয়াম বার বার আক্রমণ করেও গোল শুন্য সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে হ্যাজার্ড-লুকাকুরা।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটের গোলের পর ৫২ মিনিটে আবার গোল মিস করে ডি ব্রুইনি। ৫৪ মিনিটে মিস করেন মিউরিলে। ৬১ মিনিটের আক্রমণটা ছিল লুকাকুর। কিন্তু তাতে গোল বঞ্চিত করলেও ৬৯ মিনিটে আর তা করতে পারেননি পানামা গোলরক্ষক। ডি ব্রুইনির বাড়ানো বল ধরে গোল করেন এই স্ট্রাইকার। এরপর ৭৫ মিনিটে হ্যাজার্ডের বল ধরে দলকে আবার লিড এনে দেন ম্যানইউ স্ট্রাইকার। তার ওই গোল ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।