দর্পণ ডেস্ক : নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কারণে আগামী শনিবার (১৩ জুন) থেকে ভক্তজনের জন্য আবার খুলে দেয়া হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির।
মন্দির চত্বরে একসঙ্গে ১০ জনের বেশি দর্শণার্থী প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া দর্শণার্থীদের ফেসমাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে। মন্দির চত্বরে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে কি না, সে সম্পর্কে অবশ্য সবিস্তারে কিছু জানা যায়নি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শণার্থীদের স্যানিটাইজার সঙ্গে রাখতে বলা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। যারা পূজা দিতে ইচ্ছুক, তাদের সামাজিক দূরত্ব বিধি মেনে পরস্পরের মধ্যে ৮ ফিট দূরত্ব বজায় রাখতে হবে।
গত ২৩ মার্চ করোনাভাইরাস সংক্রমণের জেরে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলে ভারতের সমস্ত দেবস্থানের মতো দর্শণার্থীদের প্রবেশ রোধ করতে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরের মন্দিরও।