শরিফুল ফিরলেন গ্রামে : আনন্দ উচ্ছ্বাসে ভাসছে পঞ্চগড়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম বাহাতি পেসার শরিফুল ইসলাম গ্রামে ফিরেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় গ্রামের বাড়ি দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের মৌমারী গ্রামে তাকে পেয়ে গ্রামবাসী উল্লাসে ফেটে পড়েন। এর আগে তার আগমনে পঞ্চগড় শহরেও আনন্দ মিছিল করে পঞ্চগড় ক্রিকেট একাডেমি। 

শরিফুলের বাবা মা ও পরিবারের সদস্যরা তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে নিয়ে আসার পথে মৌমারী বাজারে এলাকাবাসী ব্যান্ডপার্টির বাদ্যসহ তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে এলাকার মানুষ ও শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনেকে তাকে মিষ্টি খাইয়ে বরণ করেন। যুব বিশ্বকাপ জয়ের পর থেকেই গ্রামের বাড়িতে উৎসবের আমেজ চলছে। 

শরিফুল জানান, বাবা-মা,আত্বীয় স্বজন ও এলকাবাসীর দোয়া ও ভালোবাসায় এতদূর এসেছি। ভবিষ্যতে জাতীয় দলে খেলতে চাই। ভালো ক্রিকেট খেলে এলাকা ও দেশকে এগিয়ে নিতে চাই। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন