অনলাইন ডেস্ক : শাকিব খান নাচালেন ওপার বাংলার চিত্রনায়িকা পায়েল মুখার্জিকে। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খান নাচিয়েছেন এই অভিনেত্রীকে। শুধু তাই নয় শাকিব খান নিজেও তার সঙ্গে নেচেছেন।
এফডিসির ৩ নম্বর ফ্লোরে গত শনিবার এই ছবির একটি পার্টি গানের শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও পায়েল মুখার্জি। যেখানে দুজনেই একসঙ্গে নেচেছেন।
‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী ও পায়েল মুখার্জি।
আগামী ঈদে মুক্তির লক্ষ্যেই ছবিটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।
এই ছবি ছাড়াও পায়েল বাংলাদেশে আরও নতুন একটি ছবিতে কাজ করবেন। ছবির নাম ‘বয়ফ্রেন্ড’। এতে পায়েলের বিপরীতে অভিনয় করবেন তাসকিন। শিগগিরই এর কাজ শুরু হবে।