দর্পন ডেস্ক : রাজপরিবার বলে কথা। সম্পর্ক যা-ই থাকুক, এত দিন চুপই ছিল দু’পক্ষ। বিয়ের আগে থেকেই নাকি বড় জা কেটের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না মেগানের।তবে সম্প্রতি স্ত্রী মেগানকে নিয়ে প্রিন্স হ্যারির কনসিংটন প্রাসাদ ছাড়ার খবরে জল্পনা ফের মাথাচাড়া দেয়। শোনা যাচ্ছে, ঝগড়াঝাঁটি নাকি এমন জায়গায় পৌঁছেছে যে, বড়দিনও একসঙ্গে পালন করবেন না দুই ভাই।
ঘনিষ্ঠজনরা বলছেন, ঝগড়ার সূত্রপাত মেগানই করেন। তা-ও রাজপরিবারের বউ হয়ে আসার আগেই। কেটের এক পরিচারিকাকে কড়া কথা শুনিয়েই বড় জাকে বেজায় চটিয়েছিলেন মেগান। দুই জায়ের কথা কাটাকাটিও হয়। স্ত্রীয়ের হয়ে মুখ খোলেন হ্যারি। আর স্বামী উইলিয়ামকে পাশে পান কেট। এ ঘটনার পরে দূরত্ব বাড়ে দুই ভাইয়ের। রাজপরিবার সূত্রের দাবি, মেগানের বিয়ের প্রস্তুতির সময়ে তার ব্যবহারে কেঁদেও ফেলেন কেট।
গত বছর বড়দিনের ঠিক আগেই হ্যারি অভিযোগ করেন, উইলিয়াম ও কেট মেগানকে আপন করে নিতে পারছেন না। তখন সমস্যা সমাধানে চেষ্টা করেন শ্বশুর চার্লস। স্যান্ড্রিংহামের প্রাসাদে দুই পক্ষকেই বড়দিন কাটানোর জন্য দাওয়াত করেন তিনি। তাতে লাভ হয়নি। কারণ, তার আগেই নাকি বেশ বড়সড় ঝগড়া হয়েছিল কেট ও মেগানের। একটি ব্রিটিশ ট্যাবলয়েড জানায়, সেই তিক্ততা এড়াতে এবার বড়দিনে মেগান-হ্যারি রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্যান্ড্রিংহামে ছুটি কাটাবেন। আর কেট যাবেন বার্কশায়ারে। যদিও রাজপরিবার এ খবরে কান দেয়নি। আনন্দবাজার।