চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৯ যাত্রীকে স্বর্ণবার ও বিদেশি সিগারেটসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিমানবন্দরের মূল প্রবেশপথ দিয়ে বের হওয়ার সময় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটক ৯ জন হলো- ফেনীর সাজ্জাদ মহেশ, আলী হোসেন, আবদুল আজিম, আব্দুল্লাহ আল মামুন, সাহাবুদ্দীন, সৈয়দ নাজিম উদ্দীন, আবুল কালাম, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রশিদুল করিম ও হাটহাজারী উপজেলার মো. হারুন।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, আটক ৯ জনের সবাই দুবাই থেকে এসেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাদের বহনকারী গাড়িতে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে একটি স্বর্ণবার ও বিপুল পরিমাণ সিগারেট পাওয়া যায়। ঘোষণা-বহির্ভূতভাবে তারা এসব পণ্য এনেছেন। এদের মধ্যে কয়েকজন আগেও কয়েকবার দুবাই থেকে একইভাবে পণ্য এনেছেন। আটক ৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানান তিনি।