গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল এবং ডেটাবেজ তৈরি এবং ইউনিক আইডি প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায়
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ‘র ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খাঁন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বিশ্বাস প্রমূখ।
কর্মশালার প্রশিক্ষক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক মো.সাইফুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে প্রতিটি ব্যাচে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কম্পিউটার শিক্ষককে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।