দর্পণ ডেস্ক : করোনা সংক্রমণের বিস্তার রোধে দেশে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন। আগামী ৬ ফেব্রুয়ারির পরও শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে কিনা জানতে চাইলে এর আগে শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছু দিন দেখার জন্য মতো দিয়েছে। যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০% ভাগ, হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।
শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, পরশু জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখে দেখা যেতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কারিগরি পরামর্শক কমিটি বললেই সবটা যে হবে, তা নয়। আমাদের আরও অংশীজন রয়েছে। তাদের সঙ্গেও পরামর্শ করতে হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.