ময়মনসিংহের হালুয়াঘাটে সৎ বাবা কর্তৃক শিশু অপহরণের অভিযোগে ঘটনার ৪ দিন পর ৫ বছরের এক শিশুকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেছে হালুয়াঘাট থানা পুলিশ। শুক্রবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ডহর পাচুরিয়া গ্রাম থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের সাথে জড়িত এক দম্পতিকে আটক করা হয়। এরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ডহর পাচুরিয়া গ্রামের নূরুল ইসলামের পুত্র আঃ সালাম (৫০) ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
পুলিশ জানায়, অপহরণের মূলহোতা রিপন উপজেলার চাঁদশ্রী গ্রামের ফজলুল করিমের ছেলে। সে দীর্ঘদিন পূর্বে স্বামী পরিত্যক্তা শরীফাকে বিয়ে করেন। বিয়ে করলেও শরীফার স্বামীর বাড়িতে যেতে পারেননি। ঘটনার দিন সকালে রিপন শরীফার সন্তানকে পাশের এলাকায় ধর্মীয় সভা দেখানোর কথা বলে বাড়িতে থেকে নিয়ে যায়। কিন্তু যথাসময়ে ফিরে না আসায় শরীফার মনে সন্দেহের সৃষ্টি হয়। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করে নানা টালবাহনা শুরু করে এবং এক পর্যায়ে ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবি করেন রিপন।
এ ঘটনার সূত্র ধরে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বক্কর সিদ্দিক ও মামলার তদন্তকারী এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘটনার ৪ দিন পর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ডহর পাচুরিয়া এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার ও বাড়ির মালিক সালাম ও তার স্ত্রী সুফিয়া খাতুনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ নাটকের মূলহোতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অভিযোগে রিপনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আটকৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা