অনলাইন ডেস্ক : মিসরের তরুণী এমান এল দিব দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ২০১৬ সালে। কিন্তু এটি উচ্চশিক্ষা, কাজ কিংবা পার্টনারের জন্য নয়, এর কারণ ছিল তার কোঁকড়া চুল। ২৬ বছর বয়সী এই তরুণীর মাথা ভর্তি ছিল কোঁকড়া চুলে, স্পেনে যে চুলের বেশ সমাদর। এমান এল দিব এখন বসবাস করছেন সেখানেই।
“দেশ ছাড়ার সিদ্ধান্ত ছিল আমার জন্য খুবই কষ্টের। কখনোই ভাবিনি যে আমি একজন অভিবাসী হবো। কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি এমন কোথাও গিয়ে বাস করতে চাইছিলাম যেখানে আমি দেখতে কেমন সেটি অন্য কারো মাথাব্যথার কারণ হবে না।”
অর্থাৎ বোঝাই যাচ্ছে, কোঁকড়া চুলের কারণে তাকে বেশ গঞ্জনা সইতে হয়েছে তখন।
এমান বলছেন এমনকি বন্ধুদের কাছেও হাস্যকর মনে হচ্ছিলো নিজেকে।
“প্রথম কয়েকমাস একটি মিসরীয় ব্যাংকে চাকুরি করেছিলাম। তখন প্রায় প্রতিদিনই মানবসম্পদ বিভাগ থেকে আমাকে বলা হলো যে চুলগুলো সোজা করো।”
হয়তো এমানের সিদ্ধান্তটি অনেক বেশি কঠিন বলে মনে হচ্ছে কিন্তু মিসরে অনেক নারীকেই এ সমস্যার মুখে পড়তে হয়েছে।
যদিও মিসরে বেশিরভাগই নারীর কোঁকড়া চুলই প্রকৃতি প্রদত্ত। অথচ অল্প বয়স থেকেই ‘সমাজের চোখে সুন্দর’ দেখানোর জন্য এ চুল সোজা করাতে জোর করা হয়।
চুলের জন ফেসবুক গ্রুপ
২০১৬ সালে একটি ফেসবুক গ্রুপ তৈরি হয় যার উদ্দেশ্যই ছিল নারীদের প্রকৃত প্রদত্ত চুলের যত্নে সহায়তা করা এবং গ্রুপটি শুরু থেকেই ব্যাপক সাড়া পেতে শুরু করে।
দ্যা হেয়ার অ্যাডিক্ট গ্রুপে এখন আছেন এক লাখেরও বেশি নারী সদস্য।
গ্রুপের প্রতিষ্ঠাতা দোয়া গ্যাউইশ নিজেও চুলের জন্য অনেক ভুগেছেন।
নিজের কন্যার সাথে হেয়ার অ্যাডিক্ট গ্রুপের প্রতিষ্ঠাতা
“আমি যখন ছোট ছিলাম তখন আমার চুল নিয়ে রীতিমত হাসি তামাশা করা হতো। তাই সবসময় সোজা করে রাখতাম।”
তবে এখন চুল নিয়ে সচেতনতা বেড়েছে অনেক।
৩২ বছর বয়সী নোরা আমর বলছেন মানুষ এখন অনেক বেশি সচেতন আর এখন বরং কোঁকড়া চুলের সংস্কৃতিও ফিরে আসছে।
তার মতে, এটি আসলে সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
ফলশ্রুতিতে কোঁকড়া চুলের স্যালুনও যাত্রা শুরু করেছে প্রথমবারের মতো এবং বিষয়টি ক্রমশ জনপ্রিয়তাও পাচ্ছে ব্যাপক। যা টের পাচ্ছেন এমান এল দিব নিজেও।
“এ বছর এপ্রিলে যখন মিসরে বেড়াতে আসলাম তখন ট্যাক্সি ড্রাইভার বলছিল যে তোমার চুলগুলো খুব সুন্দর। চুল নিয়ে মিসরে এটাই প্রথম কোনো ইতিবাচক মন্তব্য শুনলাম আমি।”