কথাটা এমনভাবেই বললেন সের্গিও রামোস। বিশ্বকাপ শুরুর আগে হুট করে কোচ হুলেন লোপেতেগিকে ছাঁটাই করেছে স্পেন ফুটবল ফেডারেশন। যে কোচের অধীনে ২০১৬ ইউরোর পর থেকে কোন ম্যাচ হারেনি স্পেন। যার ছক এবং কৌশলের কারণে এই স্পেনকে সেরাদের একজন ভাবা হচ্ছে সেই কোচ নেই। তবে রামোস এটাকে ইতিবাচকভাবে ভাবার কথা বলছেন। হাসিমুখে তিনি বিশ্বকাপ শেষ করবেন বলেও আশা প্রকাশ করেছেন।

রামোস বলেন, ‘যখন বিশ্বকাপ শুরু হচ্ছে আমার মনে হচ্ছে আমরা কোন মৃত্যু মানুষের শেষ বিদায়ে সামিল হয়েছি। আমদের ফুটবল চ্যাপ্টারের এই পাতাটা আর উল্টে দেখতে চাই না। কারণ সেটা আমাদের জন্য সুখকর নয়। আমরা স্পেনের হয়ে এখন যেখানে আছি তাতে লোপেতেগির ভূমিকা আছে। তবে দলের স্বার্থ সবার উপরে।’

স্পেন দল পেছনে চলে যাওয়া পাতাটা উল্টে সামনে এগিয়ে যাবে বলে আশা করছেন রামোস। এছাড়া স্পেন দল পরিচালনার জন্য নতুন কোচ ফার্নান্দো হিয়েরোর থেকে ভালো কেউ নেই বলেও মনে করেন স্পেন অধিনায়ক। রামোস বলেন, ‘আশা করছি আমরা যেমন স্পেন দল ছিলাম তেমনটাই থাকবো। কারো সমালোচনায় কান দেওয়ার সময় নেই আমাদের। আমরা কেবল মাঠে কিছু করে দেখাতে চাই।’

বিশ্বকাপে স্পেন দলের আর্মব্যান্ড থাকবে সের্গিও রামোসের বাহুতে। জাতীয় দলের অধিনায়ক থাকাটা অনেক বড় ব্যাপার বলে উল্লেখ করেন রামোস। তিনি বলেন, ‘যা ঘটে গেছে তা আমাদের আরও ঐক্যবদ্ধ করেছে। কোন কিছুই আমাদের খেলায় পরিবর্তন আনতে পারবে না। আমাদের দেশ শ্রেফ একটি নামের উর্দ্ধে না। দলের অধিনায়ক হওয়া আমার জন্য বিশেষ এক মুহূর্ত।’

স্পেন আজ শুক্রবার রাত ১২টায় পর্তুগালের মুখোমুখি হবে। এ ম্যাচে রোনালদোর বিপক্ষে খেলতে হবে রামোসকে। এ বিষয়ে স্পেন ডিফেন্ডার বলেন, ‘সে আমার সঙ্গে একই দলে খেলুক এটাই আমি সবসময় চাইব। আমার বিপক্ষে তাকে দেখতে চাইব না। সে আমাদের জন্য সত্যিই এক বড় এবং সত্যিকারের হুমকি।’