অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন। সোমবার বিকালে নয়াদিল্লি সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ৫ সিনিয়র সদস্যের সঙ্গে নরেন্দ্র মোদি প্রায় ৪০ মিনিট মতবিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্যরা মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সব সময়ে সহযোগিতার জন্য ভারত সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধি দলের অন্য ৪ সদস্য হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক। নরেন্দ্র মোদি সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করেন এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ভারত শিগগিরই উদ্যোগ নেবে বলে তিনি প্রতিনিধি দলকে জানান।
তিনি বলেন, অতীতের মতো সব সময় বাংলাদেশের সব দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের প্রতিনিধিরা তিস্তা সমস্যার কথা তুলে ধরলে তিনি অন্য সব সমস্যার মতো তিস্তা সমস্যারও অচিরেই সমাধান করা হবে বলে প্রতিনিধি দলকে জানান।
৫ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একান্ত আলোচনার পর নরেন্দ্র মোদি প্রতিনিধি দলের অন্য সব সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন। এর আগে সকালে সেতুমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল ভারতের লোকসভা পরিদর্শন করে।
রোববার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিনদিনের ভারত সফরে যায় আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল। সফরে ভারতের রাজনীতিবিদদের সঙ্গে যে বৈঠক হবে তাতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন ওবায়দুল কাদের। ভারতে যাওয়ার আগে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মিছবাহউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।