ফাইল ফটো

রোববার সেনা এভিয়েশনের হেলিকপ্টারে গুরুতর আহতদের এ ইনস্টিটিউটে আনা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে চারজনকে সীতাকুণ্ড থেকে ঢাকায় আনা হয়। এরপর তিনজন ও পরে আরো ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। আহতদের বহনকারী হেলিকপ্টারটি প্রথমে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নেয়া হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ঢাকায় আনা ১৪ জনের কেউই আশঙ্কামুক্ত নন।

তিনি আরো জানান, আহতদের চিকিৎসা দিতে এবং কাদের ঢাকায় নেয়া হবে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল ঢাকা থেকে ৩ সদস্যের একটি চিকিৎসক সীতাকুণ্ডে যাবেন। 

ডা. সামন্ত লাল সেন জানান, বার্ন ইনস্টিটিউটে আসা ১৪ জনের মধ্যে দুই ফায়ার সার্ভিস কর্মীর একজনের ৫০ শতাংশ ও আরেকজনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।