দর্পণ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এখন মূলত চলছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিতের লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকতে পারলেই মিলবে সেটি।

শনিবার রাতে এ লড়াইয়ে হোঁচট খেলো চেলসি। তুলনামূলক দুর্বল শেফিল্ড ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে তারা হেরে গিয়েছে ০-৩ গোলে। একই রাতে জয় পায়নি চ্যাম্পিয়ন লিভারপুলও। তাদেরকে ১-১ গোলে রুখে দিয়েছে টেবিলের নয় নম্বর দল বার্নলি।

শেফিল্ডের মাঠে খেলতে গিয়ে গোলব্যতীত প্রায় সবই নিয়ন্ত্রণ করেছ চেলসি। কিন্তু কাজের কাজ গোলটিই করতে পারেনি তারা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে শেফিল্ড। দ্বিতীয়ার্ধে হয় শেষ গোল। শেফিল্ডের পক্ষে জোড়া গোল করেছেন ডেভিড ম্যাকগোল্ডরিক, অন্যটি এসেছে অলি ম্যাকবার্নির পা থেকে।

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল এখন ৩৫ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। সমান ম্যাচে দুইয়ে থাকা ম্যান সিটির সংগ্রহ ৭২ পয়েন্ট। একই সমান ম্যাচে চেলসির ঝুলিতে রয়েছে ৬০ পয়েন্ট, অবস্থান তৃতীয়। তবে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা লিস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট যথাক্রমে ৫৯ ও ৫৮। এ দুই দল আবার খেলেছে ৩৪টি ম্যাচ। অর্থাৎ নিজেদের ৩৫তম ম্যাচে লিস্টার ও ম্যান ইউ জিতে গেলে, টেবিলের পাঁচে নেমে যাবে চেলসি।