দর্পণ ডেস্ক :
মঙ্গলবার ছিল সাংবাদিক মামুনুর রশীদের ৩৩তম জন্মদিন। এদিনই তাকে নিজ বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর ফার্মগেটের বাসায় ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন একুশে টিভির সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ। দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। প্রধানমন্ত্রী বিটে কর্মরত ছিলেন তিনি।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এছাড়া শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও সাংবাদিক নেতারা।
বেলা ১১টায় কারওয়ান বাজারে একুশে টিভির কার্যালয়ে ও দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দুটি জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, মরহুমের সহকর্মী-সহপাঠীসহ সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, একুশে টিভির প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।
পরে মামুনুর রশীদের মরদেহ নিজ বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.