দর্পণ ডেস্ক : রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় দ্বি-পাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার ছয় সদস্য বিশিষ্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সঙ্গে মালয়েশিয়ার শ্রম বাজার, মালয়েশিয়ায় স্বল্প ব্যয়ে কর্মী নিয়োগ এবং কর্মী নিয়োগে নতুন কোনো সিন্ডিকেট হবে না প্রসঙ্গে কথা বলেন প্রবাসী সচিব রৌনক জাহান।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিএমইটির মহাপরিচালক মো. সেলিম রেজা, প্রবাসীকল্যাণ মন্ত্রীর পিএস মো. আবুল হাছানাত হুমায়ূন কবির ও কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের শ্রম সচিব মো. সাইদুল ইসলাম।

প্রবাসী সচিব রৌনক জাহান বাংলাদেশের পক্ষে এবং হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের পলিসি বিভাগের আন্ডার সেক্রেটারি এম ডি এম বেট্টী হাসান মালয়েশিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করেন।

মালয়েশিয়ায় দ্রুত জনশক্তি রপ্তানি কার্য পরিচালনার জন্য নতুন পদ্ধতি গ্রহণ করা হবে এবং মালয়েশিয়া সরকারের চাহিদা মতো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ নেয়া হবে সভায় এ কথা জানিয়েছেন প্রবাসী সচিব রৌনক জাহান।