অনলাইন ডেস্ক : বলিউডের রূপের রানী খ্যাত শ্রীদেবী প্রয়াত হয়েছেন কিছু দিন আগেই। অগণিত ভক্তকে কান্নার জোয়ারে ভাসিয়ে ইন্ডাস্ট্রিতে অপূরণীয় অভাব রেখে ওপারে পাড়ি জমান এই নারী সুপারস্টার। তার মৃত্যুর পর অনেকেই তার বায়োপিক নির্মাণের কথা জানান। অনেকে আবার তাদের আগামী ছবি শ্রীদেবীর নামে উৎসর্গ করছেন। তবে এবার অন্য কেউ নয়, খোদ শ্রীদেবীর স্বামী বনি কাপুর তার বায়োপিক বানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে বনি কাপুর তিনটি নাম নিবন্ধন করেছেন। এগুলো হলো- ‘শ্রী’, ‘শ্রীদেবী’ ও ‘শ্রীদেবী ম্যাম’। এই নিবন্ধনের মাধ্যমে শ্রীদেবীর বায়োপিক নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন করেছেন বনি।

জানা গেছে, প্রথমে শ্রীদেবীকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন বনি কাপুর। এরপরই হাত দেবেন বায়োপিক নির্মাণের কাজে। এছাড়া শ্রীদেবী অভিনীত ২০টি ছবির নাম নিবন্ধন করেছেন বনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি হোটেলের বাথটাবে মৃত্যুবরণ করেন শ্রীদেবী। চলতি বছর ঘোষিত ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শ্রীদেবী।