অনলাইন ডেস্ক : সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত নবম ওয়েজবোর্ড কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
সোমবার রুল জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
তিনি বলেন, গতকাল রোববার ওই রুল জারি করেন আদালত।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।
রিট আবেদনে বলা হয়, নবম ওয়েজবোর্ড তথ্য মন্ত্রণালয় অবৈধভাবে গঠন করেছে। এটা গঠনের দায়িত্ব শ্রম মন্ত্রণালয়ের।