অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-ছেলে আত্মহত্যা করেছে। এরা হচ্ছেন দামাইল গ্রামের রাজীব মন্ডলের স্ত্রী লিজা আক্তার সাথী (২৫) এবং তার সন্তান ইয়াসিন আহম্মেদ (৩)। পুলিশের ধারণা, পারিবারিক কহলের জেরেই এই আত্মহত্যার ঘটনা।

এ ব্যাপারে রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজী জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে গফরগাঁও স্টেশন থেকে ৪শ গজ দক্ষিণে দামাইল নামকস্থানে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-ছেলে মারা যায়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রকৃত ঘটনার কারন উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান ওসি।